শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাতীয় নাগরিক কমিটির প্রথম কর্মসূচি ঘোষণা

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪

জাতীয় নাগরিক কমিটির প্রথম কর্মসূচি ঘোষণা

ছবি সংগৃহীত

প্রথম কর্মসূচি ঘোষণা করেছে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগররুনি মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির প্রথম অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির আব্দুল্লাহ।

দলের পেশ করা আট দফা বাস্তবায়নে সারাদেশে জনসংযোগ কার্যক্রম শুরু করবেন দলের আহ্বায়করা।

দলের দফা হলো:

> ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা।

> ছাত্রজনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ করা।

> রাষ্ট্রের জরুরি সংস্কার পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সহযোগিতা জব্যবদিহিতার পরিসর তৈরি করা।

> বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় গণমুখী কর্মসূচীর মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা।

> দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা।

> জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা।

> রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষপে গ্রহণ করা।

> গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণজালোচনার আয়োজন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়