বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বহাল চায় বিএনপি

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ৩ সেপ্টেম্বর ২০২৪

চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বহাল চায় বিএনপি

ছবি সংগৃহীত

বিডিআর হত্যাকান্ডের বিচার চাওয়া চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি জানান স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ

মেজর হাফিজ বলেন, বিডিআর হত্যাকান্ডের ঘটনা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলেন, সরকার হত্যাকান্ডের তদন্ত নতুন করে করার উদ্যোগ নিয়েছে, যাকে স্বাগত জানিয়েছে বিএনপি। হাফিজউদ্দীন আহমদ অভিযোগ করেন, ২০০৯ সালে তৎকালিন সরকার প্রধান সরকারী দলের যোগসাজসেই বিডিআর হত্যাকাণ্ড হয়েছিলো। হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলোর কোন কার্যক্রম দেখা যায় নি বলেও মন্তব্য করেন তিনি

সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিলো। শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডের বিচার দাবি করা ৫০-৬০ জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। তাদেরকে সেনাবাহিনীতে পুনর্বহালের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়