বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ১ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলাদেশী জাতীয়তাবাদকে ভিত্তি করে ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বিএনপি। স্বনির্ভর বাংলাদেশ গড়তে হাতে নেন ১৯ দফা কর্মসূচি। ছাত্র-জনতার বিপ্লবের পর নতুন প্রেক্ষাপটে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দলটি। বিপ্লবের সাফল্যকে দ্বিতীয় স্বাধীনতা উলে¬ করে তা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন দলটির নীতি নির্ধারক নেতারা।

পচাঁত্তরের পনেরই আগস্ট, রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ সময়ের প্রয়োজনে এক কঠিন মুহুর্তে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। ক্ষমতা গ্রহণের পর নতুন বাস্তবতায় চেষ্টা করেন রাজনৈতিক দল গঠনের। তারই প্রথম ধাপে গঠিত হয় জাগদল। পরে ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর জাগদল ভেংগে ১৯ দফার ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির মাঠে আসেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। হাল ধরেন বিএনপির। এরশাদ বিরোধী আন্দোলনসহ নানা চড়াই-উৎরাই পেরিয়ে পঞ্চম, ষষ্ঠ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দলকে ক্ষমতায় আনেন, নির্বাচিত হন প্রধানমন্ত্রী। ২০০৬ সালে ক্ষমতা ছাড়লে রাজনীতির কঠিন সময়ের আবর্তে ঘুরপাক খেতে শুরু করে খালেদা জিয়ার দল-বিএনপি। আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবাস, অসংখ্য নেতাকর্মী গুম, খুন এবং ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমায় এক কঠিন সময় পার করে দলটি। ২০১৮ সালে বেগম জিয়া কারাগারে যাবার পর হাল ধরে তৃতীয় ধাপে দলকে সংগঠিত করেন প্রেসিডেন্ট জিয়ার বড় ছেলে তারেক রহমান।

চব্বিশের ছাত্র-জনতার বিপ¬বে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাকে সামনের দিনে বড় চ্যালেঞ্জে বলে মনে করছেন দলটির নীতি নির্ধারক নেতারা।

সামনের দিনগুলোতে বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমানের নীতি আদর্শ দলে পুনরুজ্জিবিত করার কথা জানান বিএনপি নীতি নির্ধারক নেতারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়