রোববার ২২ ডিসেম্বর ২০২৪, পৌষ ৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ২২ আগস্ট ২০২৪

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

ছবি সংগৃহীত

দেড় মাস হাসপাতালে চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (২১ আগস্ট) রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় যান বেগম জিয়া।

গত ৭ই জুলাই মধ্যরাতে হঠাৎ স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। সেখানে সিসিইউ কেবিনে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলে।

এর আগে গত ২১শে জুন রাতেও একই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি। সেবার হৃদস্পন্দন অনিয়মিত হওয়ায় বিদেশি চিকিৎসক মেডিকেল বোর্ডের পরামর্শে ২৩শে জুন খালেদা জিয়ার হৃদপিন্ডে পেসমেকার বসানো হয়। ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দণ্ডাদেশ মওকুফ করে নির্বাহী আদেশে গত ৬ই আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়