বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সব ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি

রাজনীতি

প্রকাশিত: ১২:৪৭, ১১ আগস্ট ২০২৪

সব ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি

ছবি সংগৃহীত

বিএনপির নাম ভাঙিয়ে একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এছাড়া, দেশে যেনো আর কোনো স্বৈরাচার না আসে তা নিশ্চিত করতে হবে বলেও জানান বিএনপি নেতারা।

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে সামিল হয়ে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন। এদিন দুপুরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় নেতারা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময়, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বিজয়ের সময় এখনই আসেনি। জাতীয় নির্বাচনের পর বিজয়ল্লাস করা হবে।

আর দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন জানান, দেশে যেনো আর কোনো স্বৈরাচার না আসে তা নিশ্চিত করতে হবে।

পরে, নয়াপল্টন থেকে মিছিল নিয়ে প্রেসক্লাব পর্যন্ত যান বিএনপির নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়