ছবি: ইন্টারনেট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অর্থপাচার করলে কোন ছাড় দেয়া হবে না।
দূর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিতে অটল আছে। তিনি আজ শনিবার (১৮ মে) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিং-এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন সমৃদ্ধি সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা বজায় রাখার কারণে।
এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভারত বিরোধিতা না করে এখন মধ্যপন্থা অবলম্বনের পথ বেছে নিয়েছে। বিএনপির সামনে কোন ইস্যু না থাকায় গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণের মধ্যে নেমে এসেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'দেশের গণতন্ত্র শক্তিশালী রয়েছে। সংসদে সরকারের সমালোচনা করছেন বিরোধী দল ও সংসদের বাইরেও সবাই সমালোচনা করছে। গণতন্ত্র আছে বলেই সবাই সমালোচনা করতে পারছে। বিএনপি যখন যেখানে সমাবেশ করতে চাচ্ছে বিনা বাধায় তা করতে পারছে। পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী।'