বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে নীলপদ্ম রায় প্রান্ত

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১৩:৪১, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১৩:৪৩, ২৭ এপ্রিল ২০২৪

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে নীলপদ্ম রায় প্রান্ত

নীলপদ্ম রায় প্রান্ত

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে উপ সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন নীলপদ্ম রায় প্রান্ত।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত সাংবাদিক নয়ন কুমার রায়ের ছেলে প্রান্ত। শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি এবং সাধারণ সম্পাদক সজল কুণ্ড স্বাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মতো গুরুত্বপূর্ণ এ কমিটির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সামনের দিনগুলোতে আরো বেশি সাংগঠনিক গতিশীলতা আনতে বদ্ধপরিকর রাজিবুল ইসলাম বাপ্পি এবং সজল কুণ্ডু।

নতুন কমিটিতে উপ সাংস্কৃতিক সম্পাদক হওয়া নীলপদ্ম রায় বলেন, আমার পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতি করেন। আমার পিতা ছাত্রজীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। জাতির পিতার একনিষ্ঠ আদর্শকে সমুন্নত রাখতে বাংলাদেশ ছাত্রলীগ যে নিদের্শনা দিবে তা পালনে সর্বাত্মক সচেষ্ট থাকবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়