সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এ সভা শুরু হয়। জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কার্যনির্বাহী সভায় দলীয় নানান বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে সংগঠনকে আরো গতিশীল করতে জেলা নেতৃবৃন্দের সমন্বয়ে উপজেলাভিত্তিক সাংগঠনিক টিম গঠনসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার সিদ্ধান্ত হয়। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দলের ঐক্য, শৃঙ্খলা সূদৃঢ় করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত কার্যনির্বাহী সংসদের প্রথম সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ কমিটির সকল নেতৃবৃন্দ।