বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাবিতে আবারো ছাত্রদলকর্মীর উপর ছাত্রলীগের হামলা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ৩০ মে ২০২২

ঢাবিতে আবারো ছাত্রদলকর্মীর উপর ছাত্রলীগের হামলা 

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারো ছাত্রদলের এক কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। 

সোমবার (৩০ মে) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা কলেজের ছাত্রদলকর্মী (২০১৯-২০ সেশনের শিক্ষার্থী) ইরফান শিকদারের ওপর এ হামলা করেন ঢাবির এফ রহমান হল ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলামের নেতাকর্মীরা। ঢাবির ছাত্রদলের এক নেতার সঙ্গে টিএসসিতে গেলে হামলার শিকার হন তিনি। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদল কর্মী ইরফানকে মারধর করেন স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলামের গ্রুপের ছাত্রলীগ কর্মীরা। এ সময় রিয়াজুল ইসলাম এ ঘটনার নেতৃত্ব দিয়েছেন। মারধরে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর হাসান শান্ত, একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কাওসার আহমেদ, ভাষা বিজ্ঞান বিভাগের তানভীর হাসান নাসিফ, বাংলা বিভাগের রাফি ও নৃবিজ্ঞান বিভাগের ওবায়দুর রহমান প্রমুখ।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়