জনপ্রিয় কফি ব্র্যান্ড রয়্যাল ক্যাফের স্টলের সামনে বর্তমান শিক্ষার্থীরা।
সুনামগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে কলেজ ক্যাম্পাস বর্ণাঢ্য রূপে সাজানো হয়।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানসকে নিয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেয় সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান অধ্যক্ষ, উপাধাক্ষ্যগণ।
অনুষ্ঠানকে ঘিরে বর্ণাঢ্য আয়োজন কলেজ ক্যম্পাসে। প্রবেশপথসহ কলেজ চত্বর তুলির আঁচড়ে রঙিন হয়ে আছে। ব্যক্তিগত বিলবোর্ড, ব্যানারেও ছেয়ে গেছে কলেজ সড়ক।
বিকাল পর্যন্ত চলে সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের আলোচনা, স্মৃতিচারণ ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। শীতের সন্ধ্যায় গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।