বুধবার ১৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘বিশ্বকে বদলে দেয়ার মতো আইডিয়া আছে বাংলাদেশের কাছে’

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০২, ৯ এপ্রিল ২০২৫

‘বিশ্বকে বদলে দেয়ার মতো আইডিয়া আছে বাংলাদেশের কাছে’

ছবি সংগৃহীত

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেয়ার মতো শক্তিশালী অনন্য সব আইডিয়া রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

বুধবার ( এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিতবাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’–এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

. ইউনূস বলেন, ‘বাংলাদেশে ব্যবসা করার দারুণ সম্ভাবনা রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের উন্নয়নের পথ খুলে দেবে না, বরং তা বিশ্বব্যাপী সামাজিক পরিবর্তনের হাতিয়ার হতে পারে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও আজ তা আমেরিকার অন্যতম বড় ব্যবসায় রূপ নিয়েছে। থেকেই প্রমাণ মেলেবাংলাদেশ বিশ্বকে পথ দেখাতে পারে।

. ইউনূস বলেন, ‘যদি আপনি সত্যিই পৃথিবীকে বদলাতে চান, তবে ব্যবসাই সবচেয়ে শক্তিশালী কাঠামো। সামাজিক ব্যবসা যৌথভাবে উপার্জনের মাধ্যমে মানুষের ভাগ্য বদলানোর অভিজ্ঞতা এক স্বর্গীয় অনুভূতি। আমরা কার্বন নিঃসরণ পরিহার করে একটি নতুন, টেকসই মানবিক সভ্যতা গড়ে তুলতে পারি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘তরুণ প্রজন্ম এখন আর সরকারের অপেক্ষায় বসে থাকবে না। তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই পৃথিবীকে বদলে দেবে। এখন থেকেই সেই ভবিষ্যৎ গড়ে তোলার পথে যাত্রা শুরু করতে হবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, এটি একটি বৈশ্বিক সামাজিক ব্যবসা আন্দোলনের অংশ হওয়া।

 

. ইউনূস বলেন, ‘দারিদ্র্য বিমোচনের জন্য দরকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য একটি নির্দিষ্ট কাঠামো। আর সামাজিক ব্যবসাই হতে পারে সেই কাঠামোর মূল ভিত্তি। বাংলাদেশ এই আন্দোলনের আদর্শ ক্ষেত্র।

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত এই চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে এপ্রিল। তবে বুধবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়