বুধবার ১৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

২০২৫ সালের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ৮ এপ্রিল ২০২৫

২০২৫ সালের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

ছবি: ইন্টারনেট

পবিত্র হজ পালনের লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা . খালিদ হোসেন।

মঙ্গলবার ( এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

তিনি জানান, অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। হজযাত্রীরা আগামী ২৯ এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বছর সরকারি ব্যবস্থাপনায় হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ বাংলাদেশি হজের জন্য নিবন্ধন করেছেন। যাদের ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধন সম্পন্ন হয়েছে। এসব হজযাত্রীরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। ১৮ এপ্রিলের মধ্যে সকল হজযাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় ধর্ম মন্ত্রণালয় বহন করবে নাউল্লেখ করে খালিদ হোসেন বলেন, ‘হজযাত্রীদের প্রতি কিছু হজ এজেন্সির কমিটমেন্ট দায়বদ্ধতার অভাবে এখনো বেসরকারি মাধ্যমের ১০ হাজার ৪৮৬ হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি।

তিনি আরও বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান, কঠোর মনিটরিং ফলোআপ তৎপরতার কারণে সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য মিনা আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তিএই দুটি অ্যাক্টিভিটি সম্পন্ন হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি সরকার মক্কামদিনায় বাড়িভাড়া পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তির সময় ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করে এবং তারা বিষয়ে কঠোর সতর্ক বার্তা জারি করে।

উল্লেখ্য, হিজরি ১৪৪৬ সনের জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী বা জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, চলতি বছর হজের খরচ গত বছরের তুলনায় লাখ টাকার বেশি কমানো হয়েছে। সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে: প্যাকেজ: মসজিদুল হারাম থেকে কিমি দূরত্বে আবাসন খরচ: ,৭৮,২৪২ টাকা। প্যাকেজ: মসজিদুল হারাম থেকে . কিমি দূরত্বে আবাসন। খরচ: ,৭৫,৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ,৮৩,১৫৬ টাকা।

এবারের হজ প্যাকেজ নির্ধারণে সৌদি রিয়ালের মান ধরা হয়েছে ৩২.৫০ টাকা, যেখানে গত বছর ছিল ২৯.৭৪ টাকা। ফলে সৌদি অংশের কিছু খরচ বাড়লেও, সামগ্রিকভাবে হজের খরচ কমানো সম্ভব হয়েছে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়