রোববার ২৩ মার্চ ২০২৫, চৈত্র ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ২২ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন

ছবি: ইন্টারনেট

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো দ্রুত কার্যকর করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিবেদন গ্রহণের সময় তিনি এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো দ্রুত কার্যকর করতে চাই। এজন্য আমি চাইবো, কমিশন আশু করণীয় সুপারিশগুলো আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক।

তিনি কমিশনের কাজকে "অমূল্য" হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পড়তে পারে, সে ব্যবস্থা নেওয়া হবে।

দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার সংকট সম্পর্কে কমিশনের তথ্য জানার পর প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদসহ অন্যান্য সদস্যরা শনিবার আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার হাতে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়