বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী নওগাঁ থেকে উদ্ধার

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী নওগাঁ থেকে উদ্ধার

ছবি: ইন্টারনেট

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় উদ্ধার করেছে পুলিশ। সুবাকে নিয়ে যাওয়া এক তরুণকে আটক করা হয়েছে। সুবার বাবা-মা নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সুবা এক ভিডিও বার্তায় জানান, তিনি ভালো আছেন এবং শীঘ্রই বাবার কাছে ফিরে যাবেন। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা নওগাঁয় পৌঁছালে সুবাকে তাদের হাতে হস্তান্তর করা হবে।

গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হন। তার মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসার জন্য তারা ঢাকায় এসেছিলেন। নিখোঁজ হওয়ার পর সুবার বাবা ইমরান রাজীব সোমবার আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানায়, সুবাকে এক তরুণের সঙ্গে দেখা গেছে, যার বাড়ি নওগাঁয়।

পুলিশের তদন্তে সুবাকে নওগাঁয় পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুবা ওই তরুণ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় পুলিশের দ্রুত তদন্ত ও ব্যবস্থাপনা প্রশংসনীয়। পরিবারের সদস্যরা নওগাঁয় পৌঁছানোর পর সুবাকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়