ছবি: ইন্টারনেট
আগামী নির্বাচনের জন্য সঠিক ও নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, 'একটি মডেল নির্বাচন আয়োজন করতে হলে প্রথম শর্ত হলো নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। তাই এবার ভোটার তালিকা হালনাগাদের কাজ সরাসরি ভোটারদের বাড়ি গিয়ে করা হচ্ছে।'
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদের হলরুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, 'ভবিষ্যতে যে নির্বাচন হবে, তা হতে হবে স্বচ্ছ, বিতর্কহীন, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ। এজন্য আমাদের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।'
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের তারিখ নির্ধারণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে কমিশন তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।