বুধবার ২২ জানুয়ারি ২০২৫, মাঘ ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সহযোগিতার আশ্বাস ইউএনএইচসিআরের

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ২২ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সহযোগিতার আশ্বাস ইউএনএইচসিআরের

ছবি: ইন্টারনেট

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) সংস্থাটির হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সংকটের আন্তর্জাতিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আশ্বাস দেন গ্রান্ডি।

বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে একটি বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানালে ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘আপনার সঙ্গে সহযোগিতায় আমরা প্রস্তুত।

প্রধান উপদেষ্টা . ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনার ওপর জোর দেন এবং বলেন, ‘আপনার কণ্ঠ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে প্রায় আরও এক লাখ রোহিঙ্গার প্রবেশ দেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। মিয়ানমারের পক্ষ থেকে আরও রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।

রোহিঙ্গাদের জন্য উন্নত উপকরণ দিয়ে আশ্রয়কেন্দ্র নির্মাণের অনুমোদন দেয়ায় ফিলিপ্পো গ্রান্ডি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগে রোহিঙ্গারা শুধু বাঁশ এবং ত্রিপল ব্যবহার করে আশ্রয়কেন্দ্র নির্মাণের অনুমতি পেতেন।

বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকট সমাধানে তিনি একজন উচ্চ প্রতিনিধি নিয়োগ করেছেন, যিনি সরকারের বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক সংগঠনের মধ্যে সমন্বয় করবেন। এই উদ্যোগ সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়