বুধবার ২২ জানুয়ারি ২০২৫, মাঘ ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাইবার আইনের সব মামলা প্রত্যাহার করা হবে: আইন উপদেষ্টা

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ২১ জানুয়ারি ২০২৫

সাইবার আইনের সব মামলা প্রত্যাহার করা হবে: আইন উপদেষ্টা

ছবি: ইন্টারনেট

আইন উপদেষ্টা . আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইনের অধীনে যতগুলো মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়ে কাজ করছে।

হয়রানিমূলক মামলার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।

উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগের জন্য 'সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ' করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়