ছবি: ইন্টারনেট
রাষ্ট্র মেরামতের লক্ষ্যে গঠিত চারটি সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা আনুষ্ঠানিকভাবে এসব প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিবেদন জমা দেয়া কমিশনগুলো হলো—নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রতিবেদনগুলো গণমাধ্যম ও জনগণের জন্য উন্মুক্ত করা হবে। এ বিষয়ে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।