শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, পৌষ ২৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৪৩তম বিসিএসে বাদ পড়াদের সুখবর দিলেন জনপ্রশাসন সচিব

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ৯ জানুয়ারি ২০২৫

৪৩তম বিসিএসে বাদ পড়াদের সুখবর দিলেন জনপ্রশাসন সচিব

ছবি: ইন্টারনেট

৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জন প্রার্থীর বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেসুর রহমান। বৃহস্পতিবার ( জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বাদ পড়া প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি তথ্য জানান।

জনপ্রশাসন সচিব বলেন, ‘২২৭ জনের মধ্যে যাদের গোয়েন্দা রিপোর্টে গুরুতর অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে না, তারা চাকরিতে যোগ দিতে পারবেন। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাইবাছাই করা হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি ৪৩তম বিসিএসের গেজেটপ্রাপ্তরা চাকরিতে যোগ দেবেন। বাদ পড়া প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে।

সরকার মহার্ঘ্য ভাতা নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, ‘মহার্ঘ্য ভাতা ইস্যুটি অর্থ মন্ত্রণালয়ের অধীন। তবে আমি এর একটি অংশ হিসেবে বলতে পারি, এরই মধ্যে দুটি মিটিং সম্পন্ন হয়েছে। মহার্ঘ্য ভাতা খুব শিগগিরই চালু হবে। এবার ব্যতিক্রম হচ্ছে, পেনশনভোগীরাও মহার্ঘ্য ভাতা পাবেন। এর আগের বছরগুলোতে পেনশনভোগীরা এই সুবিধা পেতেন না।

জনপ্রশাসন সচিব আরও বলেন, ‘এবার মহার্ঘ্য ভাতার পরবর্তী বেতন বৃদ্ধির সময় সেটি বেসিকের সঙ্গে যোগ হবে। এটি ২০২৪২৫ অর্থবছরের আসন্ন বাজেটের মধ্যেই কার্যকর হবে। আমি আশা করি, ৩০ জুনের আগেই এটি চালু করা সম্ভব হবে।

কোন মাস থেকে এটি কার্যকর হবে? জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অনুমান করে বলা ঠিক হবে না। তবে অর্থ উপদেষ্টা অর্থসচিব বিষয়টি আরও পরিষ্কার করতে পারবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়