রোববার ০৫ জানুয়ারি ২০২৫, পৌষ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত: প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ২ জানুয়ারি ২০২৫

শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। আর মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব।

বৃহস্পতিবার ( জানুয়ারি) জাতীয় সমাজ সেবা দিবস২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবসা গড়ে তুললে, সমস্যা অনেকাংশে নিরসন হবে। জন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহবান জানান তিনি। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

তিনি বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। এজন্য দিবসটি পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া দায়িত্বের কথা। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।

সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি। তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়