শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাহাজে ৭ খুন: গ্রেপ্তার ইরফান সাত দিনের রিমান্ডে

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৪

জাহাজে ৭ খুন: গ্রেপ্তার ইরফান সাত দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

চাঁদপুরের মেঘনায় সারবোঝাই কার্গো জাহাজ এমভি আলবাখেরার সাত কর্মীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফানের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নৌপুলিশের পরিদর্শক মো. কালাম ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। এসময় আদালত শুনানি শেষে দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে উপস্থিত সহকারী পাবলিক প্রসিকিউটর শরীফ মাহমুদ সায়েম সাংবাদিকদের বলেন, ‘একসঙ্গে সাতজনকে হত্যার প্রকৃত কারণ এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা আসামিকে জিজ্ঞাসাবাদে মূল ঘটনা বের করার জন্য আদালতের মাধ্যমে তদন্ত কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়।

এর আগে বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা থেকে ্যাব সদস্যরা তাদের হাতে গ্রেপ্তার হওয়া ইরফানকে চাঁদপুরে নৌপুলিশের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়