ছবি সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আপাতত হাসপাতালের হিমঘরে রাখা হবে মরদেহ। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তবে সময় এখনও নির্ধারিত না।
এর আগে, বেলা ১১টা ১৬ মিনিটে হাইকোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা এবং বেলা সাড়ে ১২টায় সচিবালয় প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা রাজধানী ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।