সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ২১ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা রাজধানী ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

ছেলে মুয়াজ আরিফ জানান, শুক্রবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

প্রসঙ্গত, গত আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং ২৭ আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।

এর আগে, হাসান আরিফ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়