বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জরুরি ভিত্তিতে এনআইডি সংশোধনের অনুরোধ ইসির

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ৮ ডিসেম্বর ২০২৪

জরুরি ভিত্তিতে এনআইডি সংশোধনের অনুরোধ ইসির

ছবি সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল থাকলে আগামী জানুয়ারির আগে তা জরুরি ভিত্তিতে সংশোধন করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

রবিবার ( ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়. ২০২৫ সালের জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাঁদের এনআইডিতে ভুল আছে, তাঁদের জরুরি ভিত্তিতে সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে তা সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। প্রতিবছর জানুয়ারি তার আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। তালিকা নিয়ে দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ভোটার হয়েছিলেন ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিয়েই করা হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি পাঁচ লাখ ৯২ হাজার ১৬৯ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। হিজড়া ভোটার ছিল ৮৪৮ জন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়