শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ফিঙ্গার প্রিন্ট দিতে মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ২৭ নভেম্বর ২০২৪

ফিঙ্গার প্রিন্ট দিতে মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গেছেন। আজ বুধবার দুপুরে তিনি সেখানে যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে খালেদা জিয়া তার বাসা থেকে বের হন। এরপর তিনি মার্কিন দূতাবাসে যান।

আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে গেছেন। সময়ে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম জাহিদ হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

খালেদা জিয়া গত কয়েক বছর ধরে লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি চোখের রোগসহ বিভিন্ন রোগে ভুগছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়