বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি: শ্রম উপদেষ্টা

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ২৭ নভেম্বর ২০২৪

শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি: শ্রম উপদেষ্টা

ছবি সংগৃহীত

শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে থাকার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা . এম সাখাওয়াত হোসেন।

এসময় তিনি শ্রমিকদের সমস্যা সংকট সমাধানের জন্য জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত আছেন বলেও জানান।

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালন, প্রশিক্ষণ গবেষণা নীতিমালাসমূহ চূড়ান্তকরণ বিষয়ক অংশীজন কর্মশালায় কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শ্রমিকদের বসমস্যা সংকট সমাধান নিয়ে কাজ করবো। তাদের ন্যায্য দাবিগুলোর পক্ষে আছি। শ্রমিকদের কাছে একটু সময় চাই। জীবনের রিস্ক নিতে হলেও আমি নেব।

বিশ্বের বড় প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের বিভিন্ন সুবিধা দেয় উল্লেখ করে তিনি বলেন, বড় প্রতিষ্ঠানগুলোর শ্রমিকরা যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্যসুবিধা পায়। চাকরির নিশ্চয়তাও পায়। ফলে হরহামেশাই সেখানে ধর্মঘট বা আন্দোলন হয় না।

সাখাওয়াত হোসেন আরও বলেন, আমরা উদ্যোক্তা তৈরি করেছি টাকার জন্য। অনেকে দেশের টাকা নিয়ে বিদেশে চলে গেছে। জনগণের টাকা নিয়ে, মার্সিডিজে চড়ে হাওয়া হয়ে গেছে। যাদের মায়া আছে দেশের প্রতি তাদের উদ্যোক্তা হিসেবে দরকার

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়