ছবি সংগৃহীত
২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাবন্দি হওয়ার ছয় বছর পর আজ প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়াকে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৪-এর সংবর্ধনায় যোগ দেওয়ার মাধ্যমে তিনি এত বছর পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন।
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন খালেদা জিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রকাশ করা একটি ভিডিওতে ড. ইউনূস ও খালেদা জিয়াকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাদের আশপাশে নিরাপত্তারক্ষীসহ আরও কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন।
এক মিনিটের কিছু বেশি দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, দুটি সোফায় তারা পাশাপাশি বসে আছেন।
বিএনপি মিডিয়া সেল সদস্য শাইরুল কবির খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে বাসভবন 'ফিরোজা' থেকে রওনা দিয়ে ৩টা ৪৫ মিনিটে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া।
এর আগে সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।