মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বেবিচক পরিদর্শনে বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২১ নভেম্বর ২০২৪

বেবিচক পরিদর্শনে বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা

ছবি সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পরিদর্শন করেছেন উপদেষ্টা এফ হাসান আরিফ। বুধবার (২০ নভেম্বর) বেবিচক পরিদর্শনে যান তিনি।

সময় সম্মেলন কক্ষে বেবিচকের সব সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক বা সমমানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপদেষ্টাকে বেবিচকের বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

সভায় বেবিচকের চলমান বিভিন্ন কাজের সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি সম্মানিত যাত্রীদের সেবার মান উন্নয়নের জন্য ওয়েটিং লাউঞ্জ বিশেষ লাউঞ্জ চালুর প্রশংসা করেন। তিনি আইকাও কর্তৃক পরিচালিত অডিট, তৃতীয় টার্মিনালের কার্যক্রম, গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্গো ব্যবস্থাপনার বিষয়ে বিশদ খোঁজখবর নেন। সময় তিনি যাত্রীসেবা সর্বোচ্চ মানে উন্নীত করা, বিমানবন্দর পরিষ্কারপরিচ্ছন্ন রাখা, যাত্রীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এবং অন্যান্য সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া, উপদেষ্টা এভিয়েশন খাতের সামগ্রিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনের শেষাংশে তিনি তৃতীয় টার্মিনালের নবনির্মিত চেকইন কাউন্টার, ইমিগ্রেশন, স্ক্যানার, বোর্ডিং ব্রিজ, এরাইভাল ডিপার্চার সুবিধা এবং এয়ারক্রাফ্ট পার্কিং এপ্রোনসহ অন্যান্য স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়