বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ২০ নভেম্বর ২০২৪

আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ

ছবি সংগৃহীত

জুলাইআগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের আহত সব শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

মঙ্গলবার (১৯ নভেম্বর) ইউজিসির এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে আন্দোলনে সরকারি বেসরকারি বিশ্ববিদালয়ে যারা আহত হয়েছেন তারা টিউশন ফি মওকুফ পাবেন। তবে আহত হওয়ার পক্ষে দালিলিক প্রমাণ দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৯ অক্টোবরের প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাইআগস্ট ২০২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে (সব সরকারিবেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই অবস্থায় এই প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জানানো হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়