ছবি সংগৃহীত
বেনাপোল স্থলবন্দর দিয়ে দীর্ঘ ২০ মাস পর আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিফমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে।
আমদানিকারকরা জানান, দেশের পাইকারি ও খুচরা বাজারে চালের দাম সহনীয় রাখতে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে সরকার। আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের দাম কমবে বলে জানান ব্যাবসায়ীরা। তারা জানান, ২৪ জন আমদানিকারকের মধ্যে যশোর এলাকার ১২ জন আমদানিকারক ৭৩ হাজার সিদ্ধ ও ১৯ হাজার আতপ চাল আমদানির অনুমতি পেয়েছে। সবাই চাল আমদানি করতে পারবে কিনা সন্দেহ ব্যবসায়ীদের। কারণ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সমুদয় চাল আমদানি করে বাজারজাত করা সম্ভব নয়।
বেনাপোল বন্দরের ডিরেক্টর মামুন কবীর তরফদার জানান, কাস্টমস থেকে শুল্কায়নের পর কাগজপত্র দেখে দ্রুত খালাস দেওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সর্বশেষ ২০২৩ সালের ৩ মার্চ এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল।