বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাবেক স্পিকার শিরিন শারমিনের পাসপোর্ট আবেদন স্থগিত

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ১৭ নভেম্বর ২০২৪

সাবেক স্পিকার শিরিন শারমিনের পাসপোর্ট আবেদন স্থগিত

ছবি সংগৃহীত

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নতুন পাসপোর্ট আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তর।

রবিবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে।

হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় শিরীন শারমিন চৌধুরীর আবেদন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়।

ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসাইন গণমাধ্যমকে বলেন, তার পাসপোর্টের বিষয়ে কোন ডেভেলপমেন্ট হয়নি। এতটুকু আমি বলতে পারি। এর বেশি কিছু জানতে হলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কথা বলে জেনে নিতে হবে।

উল্লেখ্য, ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়