শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, কার্তিক ৩০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ১৪ নভেম্বর ২০২৪

বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

ছবি সংগৃহীত

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে শ্রম খাত সংস্কার নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য বৈশ্বিক জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি।

সময় . ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, ‘শ্রম খাত আমাদের প্রধান অগ্রাধিকার এবং আমরা সব শ্রম খাতের সমস্যা সমাধানে প্রতিজ্ঞাবদ্ধ। সরকারের উদ্দেশ্য হলোশ্রম ক্ষেত্রের সব ধরনের অগ্রগতি বাস্তবায়ন করা।

থেরেসা মে, . ইউনূসের সঙ্গে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন এবং মানবপাচার অভিবাসন সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন। এই প্রসঙ্গে . ইউনূস ইউরোপে বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করার আহ্বান জানান, যাতে ঝুঁকিপূর্ণ অভিবাসন কমে এবং মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে।

বৈঠকে . ইউনূস বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ম্যুরাল নিয়েদ্য আর্ট অব ট্রায়াম্ফবই থেরেসা মেকে উপহার দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা লুৎফে সিদ্দিকী, লামিয়া মোরশেদ এবং আজারবাইজান তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়