মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, কার্তিক ২১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘কেমন পুলিশ চান’ সুপারিশ করতে পারেন আপনিও

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ৪ নভেম্বর ২০২৪

‘কেমন পুলিশ চান’ সুপারিশ করতে পারেন আপনিও

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে আওয়ামী লীগ সরকারের নির্দেশনা অনুযায়ী কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকার কারণে ব্যাপক জনরোষের মুখে পড়েছে বাংলাদেশ পুলিশ।

প্রেক্ষাপটে ক্ষমতায় এসেই পুলিশকে পাল্টে ফেলার প্রতিশ্রুতি দেয় অন্তর্বর্তী সরকার। প্রতিশ্রুতি রক্ষার্থে এবার বিষয়ে জনসাধারণের মতামত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছেপুলিশ সংস্কার কমিশন।

রোববার ( নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থেকেকেমন পুলিশ চাইশীর্ষক জারি করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সংস্কার কমিশন বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চায়। অনুগ্রহপূর্বক গুগল ফরমে এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে (www.prc.mhapsd.gov.bd) প্রবেশ করেকেমন পুলিশ চাইলিংকে ক্লিক করুন এবং প্রদত্ত প্রশ্নমালাটি পূরণ করে আপনার মূল্যবান মতামত আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রদান করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- মতামত প্রদানকারীর পরিচয়গোপন রেখেপ্রাপ্ত তথ্য শুধুমাত্র সংস্কার কাজের সহায়তায় ব্যবহৃত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতেপুলিশ সংস্কারএখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যেপুলিশ সংস্কার কমিশনগঠন করেছে, যার কার্যক্রম চলমান। পুলিশ সংস্কার কমিশন বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চায়।

এর আগে গত অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে পূর্ণাঙ্গপুলিশ সংস্কার কমিশনগঠন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়