শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, পৌষ ২০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গণভবন’কে ‘জাদুঘরে’ রূপ দিতে কমিটি গঠন

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ২ নভেম্বর ২০২৪

গণভবন’কে ‘জাদুঘরে’ রূপ দিতে কমিটি গঠন

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী বাসভবনগণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে সদস্য আরও বাড়ানো হতে পারে।

শনিবার ( নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘গণভবনে জুলাইআগস্ট জুড়ে সারা দেশে পতিত আওয়ামী সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরা হবে। আয়নাঘরের রেপ্লিকা হবে। এখানে একটি গবেষণা কেন্দ্রও থাকবে।

উপদেষ্টা নাহিদ আরও বলেন, পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, জাদুঘর সংরক্ষিত থাকবে।

শিগগিরই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, ‘গণভবন দেশের ১৬ কোটি মানুষের কষ্ট গৌরবের চিহ্ন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতীক। বিশ্ববাসীর কাছে এর ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়