বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, পৌষ ১৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গণভবন জাদুঘরে ‘আয়নাঘর’ রেপ্লিকা থাকা উচিত: প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ২৯ অক্টোবর ২০২৪

গণভবন জাদুঘরে ‘আয়নাঘর’ রেপ্লিকা থাকা উচিত: প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ‘গণভবন‘ পরিদর্শনে প্রধান উপদেষ্টা। ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনগণভবনপরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।এসময় জুলাইআগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি হিসেবে গণভবন দ্রুত জাদুঘরে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা গণভবন পরিদর্শন করেন।

. মুহাম্মদ ইউনূস বলেন, আয়নাঘর, যেখানে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শত শত ভিন্নমতাবলম্বী বিরোধী কর্মীকে আটক রেখেছিল, তার একটি রেপ্লিকাও গণভবন জাদুঘরে নির্মাণ করা উচিত।আয়নাঘরদর্শনার্থীদের গোপন বন্দিদের নির্যাতনের কথা মনে করিয়ে দেবে।

তিনি বলেন, ‘গণভবন জাদুঘরে দুঃশাসনের স্মৃতি এবং জনগণ যে ক্ষোভ প্রকাশ করে তাকে (শেখ হাসিনা) ক্ষমতা থেকে উৎখাত করেছিল, সে সব স্মৃতি থাকতে হবে।

. ইউনূস উপদেষ্টাদের জাদুঘর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন এবং চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতেও নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম আসিফ মাহমুদও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

উল্লেখ্য, গত আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়