বুধবার ২৩ অক্টোবর ২০২৪, কার্তিক ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলে আটক

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ১৯ অক্টোবর ২০২৪

৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলে আটক

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড বাংলাদেশ নৌবাহিনী।

মোংলা বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ট্রলার জেলেদের আটক করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) আটক ফিশিং ট্রলারসহ ভারতীয় জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা কোস্টগার্ড জানান, গত ১৭ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ডের নিয়মিত প্যাট্রোলিং চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক ফিশিং ট্রলারের উপস্থিতি লক্ষ্য করা যায়। তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে শনাক্ত করা হয়।

মোংলা কোস্টগার্ড আরও জানান, প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড। এরপর ট্রলারে থাকা হাজার ৭শ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলাম করে ৩লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, ভারতীয় জেলে আটকের ঘটনায় কোস্টগার্ড নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়