বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পূজার ছুটি ১ দিন বাড়ছে, প্রজ্ঞাপন আজ

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ৮ অক্টোবর ২০২৪

পূজার ছুটি ১ দিন বাড়ছে, প্রজ্ঞাপন আজ

ছবি সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মাহফুজ সাংবাদিকদের বলেন, ‘পূজার ছুটি এক দিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রোববার পূজার ছুটি। আর ১১ ১২ অক্টোবর শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি। তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 

মাহফুজ বলেন, ‘দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে, বৃহস্পতিবারের ছুটির ঘোষণায় বেসরকারি চাকরিজীবীদের শনিবার ঐচ্ছিক ছুটি নিলে টানা ৪দিনের ছুটি পাবেন তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়