শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারতসহ ৫ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ২ অক্টোবর ২০২৪

ভারতসহ ৫ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

ছবি সংগৃহীত

ভারত, নিউইয়র্ক, ব্রাসেলস, অস্ট্রেলিয়া পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ডিসেম্বরে এই পাঁচ কূটনীতিকের অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার ( অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি হওয়া পৃথক প্রজ্ঞাপনে তাদের অনতিবিলম্বে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

ফিরতে নির্দেশ দেয়া পাঁচ কূটনীতিক হলেনভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

এর আগে ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরে আসতে নির্দেশনা দেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়