শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

লন্ডনের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে ফেরত আনা হচ্ছে ঢাকায়

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ২ অক্টোবর ২০২৪

লন্ডনের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে ফেরত আনা হচ্ছে ঢাকায়

সাইদা মুনা তাসনীম - ছবি সংগৃহীত

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে সরকার। তাকে দ্রুত ঢাকায় ফিরে আসতে বলা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে রবিবার এই নির্দেশনা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৮ সালের নভেম্বর থেকে সাইদা মুনা তাসনিম লন্ডনে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। লন্ডনে যোগদানের আগে তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। আগামী ডিসেম্বরে তিনি অবসরোত্তর ছুটিতে যাবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়