বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

১৪ সেপ্টেম্বর শহীদদের স্মরণসভা হচ্ছে না: উপদেষ্টা নাহিদ

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২৪

১৪ সেপ্টেম্বর শহীদদের স্মরণসভা হচ্ছে না: উপদেষ্টা নাহিদ

ছবি সংগৃহীত

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যার শহীদদের স্মরণে স্মরণসভাটি ১৪ তারিখে হবে না। তারিখ পরে ঠিক হবে।

স্মরণসভার বাজেট নিয়ে তিনি বলেন, বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কোটি টাকা যেটা বরাদ্দ দেয়া হয়েছে সারাদেশ থেকে সেটা শহীদদের পরিবারের থাকা খাওয়ার খরচের মধ্যে রাখা হয়েছে।

তিনি জানান, জুলাই আন্দোলনে সাংবাদিক মারা গেছেন জন, আহত হয়েছেন ৯৮ জন। সাংবাদিক মারা যাওয়ার বিষয়ে এটা প্রাথমিক তালিকা।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের তালিকা করছে, এখন পর্যন্ত নিহত ৭২৮ জনের তালিকা এসেছে। ২০ হাজার ২৬৩ জন আহত। চূড়ান্ত তালিকা আসার পর তারিখ ঠিক হবে স্মরণসভার।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা আগামী ১৪ সেপ্টেম্বর হবে জানিয়েছিলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই স্মরণসভার খরচ ধরা হয়েছে কোটি টাকা।

সালেহউদ্দিন আহমেদ জানান, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় দেশিবিদেশি অতিথিরা থাকবেন জানিয়ে তিনি বলেন, স্মরণ সভায় কারা থাকবেন তা ঠিক করবেন তথ্য উপদেষ্টা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়