বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ১১ সেপ্টেম্বর ২০২৪

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

ছবি সংগৃহীত

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিবাতিল করেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে নয় সদস্য বিশিষ্টঅ্যাডহককমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অ্যাডহক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা যায়। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিগঠন সংক্রান্ত প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের ১২ মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা; উপজেলা সমাজসেবা কর্মকর্তা; উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার; উপজেলা প্রকৌশলী এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন প্রধান শিক্ষক (একজন পুরুষ একজন নারী; উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়