বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ১৩ আগস্ট ২০২৪

জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু

ছবি সংগৃহীত

বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে তথ্য জানানো হয়। কোনো দুর্ঘটনার শিকার হলে যে কেউ ফ্রিতে ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইতে পারেন। নম্বরটিতে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সেবা কিংবা -সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

দিন-রাত ২৪ ঘণ্টা কল সেন্টার চালু থাকে। এই কল সেন্টারটি বাংলাদেশ পুলিশের অধীন পরিচালিত হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর দেশের বিভিন্ন থানায় হামলা  ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম নথি লুট করা হয়। এতে বন্ধ হয়ে যায় পুলিশি সেবা।

পুলিশে সংস্কারের ১১ দফা দাবিতে কর্মবিরতি যায় পুলিশ সদস্যদের একাংশ। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এরই মধ্যে গত রোববার রাতে অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক হয় আন্দোলনরত পুলিশ সদস্যদের। বৈঠক শেষে তারা কর্মবিরতি প্রত্যাহারে ঘোষণা দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়