বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, পৌষ ১৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ১১ জুন ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। ওয়ান ইলেভেন সরকারের সময় দীর্ঘ ১১ মাস কারাভোগের পর আজকের দিনে মুক্তি পান তিনি। আওয়ামী লীগ নেতাদের কাছে শেখ হাসিনার কারামুক্তির দিনটি গণতন্ত্রের মুক্তি দিবস।

সেনাসমর্থিত ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সে সময় কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে ২০০৮ সালের ১১ জুন মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতেই সাজানো মামলায় শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল ওয়ান-ইলেভেনের কুশিলবরা, এমন অভিযোগ আওয়ামী লীগের। মুক্তির পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠন হয়। এরপর টানা চারবার জনগণের বিপুল ম্যান্ডেটে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বঙ্গবন্ধুকন্যা। যে কোন সঙ্কটে বাবার মতোই দেশের মানুষের ভাগ্যোন্নোয়নে কখনো মাথা নত না করার প্রত্যয় শেখ হাসিনার।

প্রতি বছরই নানা আয়োজনে দলীয় সভাপতির কারামুক্তি দিবস পালন করে আওয়ামী লীগ। মেধা, বিচক্ষণতা, দূরদর্শীতা কৌশলী রাজনীতিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখন দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বনেতা। ভাত-ভোট মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের পথ ধরেই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের প্রত্যাশা মানুষের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়