ছবি সংগৃহীত
র্যাব, শ্রম আইন ও মানবাধিকারের বিষয়গুলোর তদন্তের অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক শেষ একথা জানান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু।
ডোনাল্ড লু বলেন, দুর্নীতিরোধে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ওয়াশিংটন। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আস্থা পুনঃনির্মাণের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কারণ গত বছর অবাধ, সুষ্ঠু ও সংঘাতহীন নির্বাচন নিশ্চিতে করতে যুক্তরাষ্ট্র ব্যাপক চেষ্টা করেছে। সে অবস্থা বিবেচনায় দু'দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় ওয়াশিংটন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, নির্বাচন, মানবাধিকার নিয়ে আলোচনা হয়নি। তবে দু'দেশই অতীতের দিকে না তাকিয়ে সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে লু এসেছেন। দেশে মার্কিন বিনিয়োগ আরো বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রী জানান, শ্রম নীতিমালা হলেই জিএসপি ফিরিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন ডোনাল্ড লু।