সোমবার ২০ জানুয়ারি ২০২৫, মাঘ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন নিলেন শেখ হাসিনা

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ১৮ নভেম্বর ২০২৩

গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন নিলেন শেখ হাসিনা

ছবি: ইন্টারনেট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার পক্ষে গোপালগঞ্জ- আসনের নেতারা মনোনয়নপত্র কেনার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন তিনি। ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।

বছর অনলাইনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ জমা দেয়া যাবে। শুক্রবার (১৭ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ জমা দেয়া যাবে।

এছাড়াও অনলাইনেস্মার্ট নমিনেশন অ্যাপনামে একটি অ্যাপ চালু করেছে ক্ষমতাসীন দলটি। গুগল প্লে স্টোর অথবা ওআইওএস অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি থেকে অনলাইনেই ফরম পূরণ করে জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫টি উপকমিটি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার রাতে ক্ষমতাসীন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব উপকমিটির আহ্বায়ক সদস্য সচিবের নাম প্রকাশ করা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধনের পর উৎসবমুখর পরিবেশে ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা। এবার দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই - ডিসেম্বর। আপিল -১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়