জাতির পিতার জন্মদিনের কেক কাটছেন প্রয়াস গ্রুপ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে প্রয়াস গ্রুপ।
শুক্রবার (১৭ মার্চ) এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত-গীতাপাঠ, জাতির পিতার জন্মদিনের কেক কাটা, শান্তির প্রতীক কবুতর ওড়ানো, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে প্রয়াস গ্রুপ।
প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিবেশকদের উপস্থিতিতে ১ হাজারের বেশি মানুষ সাভারের হেমায়েতপুরে এক মনমুগ্ধকর রিসোর্টে মিলিত হয়।
এ সময় প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার তালুকদার বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
প্রদ্যুৎ কুমার, তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জাতির পিতার অনুকরণীয় আদর্শ বাঙালিদের নিরন্তর অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রয়াস গ্রুপের পরিচালক রূপক রঞ্জন তালুকদার ও কর্মকর্তা-কর্মচারী ও পরিবেশকগনবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে পুরস্কার হিসেবে আকর্ষনীয় মটর বাইক, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, বাই-সাইকেলসহ মোট ৩০টি উপহার প্রদান করা হয়। উপহার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।