
ছবি: সংগৃহীত
নিউ জলপাইগুড়ি-ঢাকা রুটে যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে। বুধবার (১ জুন) সকালে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশে মিতালী এক্সপ্রেস নামের ট্রেনটি রওনা দিয়েছে। এটি উত্তরবঙ্গের নীলফামারী জেলার চিলাহাটি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
জানা গেছে, রেলমন্ত্রী নূরুল ইসলাম ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বুধবার সকালে এ ট্রেনের উদ্বোধন করেন।
সকালে দিল্লিতে ভার্চুয়াল ফ্ল্যাগ অফের পর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। ঢাকায় এটির পৌঁছানোর কথা রাত ১০টায়।