বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আজ বিশ্ব দুগ্ধ দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৭, ১ জুন ২০২২

আজ বিশ্ব দুগ্ধ দিবস

ছবি সংগৃহীত

আজ বুধবার বিশ্ব দুগ্ধ দিবস। বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবেশ, পুষ্টি আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতি বছর দেশব্যাপী দিবসটি উদযাপন করে। এর অংশ হিসেবে বছরও দিবসটি উদযাপনে নানা আয়োজন করা হয়েছে। আজ বিশ্ব দুগ্ধ দিবসের উদ্বোধন করবেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম। সকাল ৯টায় রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শোভাযাত্রা বের হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে মিল্ক ফিডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বেলা ১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে খাতের সফল খামারি প্রতিষ্ঠানকেডেইরি আইকনপুরস্কারে পুরস্কৃত করা হবে।

এছাড়া সারা দেশে দিবসটি উপলক্ষ্যে জেলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন পরিচালনা, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন, বিনা মূল্যে প্রাণিসম্পদ চিকিত্সা ক্যাম্পেইন পরিচালনা, বিনা মূল্যে প্রাণিসম্পদের জন্য কৃমিনাশক ওষুধ বিতরণ টিকা প্রদান ক্যাম্পেইন পরিচালনাসহ জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা (এফএও) জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ দুগ্ধজাত পণ্য অন্তভুর্ক্তকরণে উৎসাহিত করতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

২০১৬ সাল নাগাদ বিশ্বের প্রায় ৪০টি দেশে দুধ দিবস উদযাপিত হয়। দিন জাতীয় অর্থনীতিতে দুগ্ধ শিল্পের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। বিশ্ব দুগ্ধ প্লাটফর্ম ২০১৮ ২০১৯ সালের দুগ্ধ দিবস উদযাপনের জন্য ‘‘এক গ্লাস বৃদ্ধি কর’’ (রেইজ গ্লাস; হ্যাশট্যাগ:# ওয়ার্ল্ডমিল্কিডে) নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়