মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, মাঘ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে এবিসির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ২০ জানুয়ারি ২০২৫

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে এবিসির শুভেচ্ছা

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে এবিসির শুভেচ্ছা

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভির এক যুগ পূর্তি ১৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে সরকারি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে এসএ টিভির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সময় এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম পান্থ, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, সিএনই জাহিদুর রহমান খান হেড অব ডিজিটাল ওয়াহিদ মিলটন উপস্থিত ছিলেন।

এবিসির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি নুজহাত আফরিন, সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান আদনান, কার্যনির্বাহী সদস্য শিপন আহসান, সাংস্কৃতিক সম্পাদক রিফাত শিশির, নারী কল্যাণ সম্পাদক নুরুন্নাহার চৌধুরী, প্রচার প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ রাজ সদস্য অহনা মুস্তাকিম।

প্রসঙ্গত, সাথে আছি সবসময়অঙ্গীকার নিয়ে ২০১৩ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএ টিভি।

এক যুগ পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করলো চ্যানেলটি। ১৯ জানুয়ারি রাত ১২টা মিনিটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়