বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৯

প্রকাশিত: ০৮:৪৭, ২ সেপ্টেম্বর ২০১৯

আপডেট: ০৮:৪৭, ২ সেপ্টেম্বর ২০১৯

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৯

ফিলিপাইনে রোগী ও ডাক্তারদের বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন স্থানীয় নাগরিক। রোববার দেশটির রাজধানী ম্যানিলা থেকে ৪৬ কিলোমিটার দূরবর্তী ল্যাগুনার একটি রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ম্যানিলা পুলিশ জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চল থেকে ম্যানিলায় আসার পথে কিং এয়ার ৩৫০ নামের একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয় দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন রোগী এবং বাকিরা সবাই চিকিৎসক ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূলত, বিমানটি রিসোর্টের কয়েকটি বাড়ির ওপর দিয়ে বিধ্বস্ত হয়। এতে ওই বিল্ডিংগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায়, আতঙ্কিত লোকজনের ভিড় ঠেলে জরুরি বিভাগের বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলের দিকে ছুটছে। এ বিষয়ে স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তা জেফ্রি রোদ্রিগেজ রয়টার্সকে বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনায় বিমানটির কারোরই বেঁচে থাকা সম্ভব নয়। ফলে বিমানটির সব আরোহীই মারা গেছেন বলে আমরা নিশ্চিত করছি। সূত্র- গালফ নিউজ।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়